
কুমিল্লা
নগরীর ৪নং ওয়ার্ডের বেপারি পুকুরপাড় সংলগ্ন কাপ্তান বাজার সরকারি প্রাথমিক
বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল (১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট
পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস
নির্ণয়সহ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পে প্রায়
পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে রোগীদের বিভিন্ন রোগ নির্ণয়
করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ সরবরাহ
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান
মাহমুদ (ভিপি ওয়াসিম), কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালু রহমান
পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব চৌধুরী এবং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
এলাকাবাসী
এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের ফ্রি চিকিৎসা সেবা ভবিষ্যতেও চলমান থাকবে,
যাতে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষ নিয়মিতভাবে চিকিৎসা সুবিধা পেতে
পারেন।
