
কুমিল্লার
লালমাইয়ে শ্বশুরবাড়ি থেকে ফাহিমা আক্তার (৩৫) নামের এক নারী ফাঁসিতে ঝুলে
আত্মহত্যা করেছেন। শনিবার (১ নভেম্বর) সকাল ৯.১৫ টায় উপজেলার পেরুল উত্তর
ইউনিয়নের আটিটি গ্রামের উত্তর পাড়া শ্বশুর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ফাহিমা
ওই গ্রামের ওমান প্রবাসী জহিরুল ইসলাসের স্ত্রী।
খবর পেয়ে লালমাই
থানার উপ-পরিদর্শক আবু তাহের শনিবার দুপুরে নারী পুলিশ সদস্যের সহায়তায়
শয়নকক্ষের আড়িতে ঝুলে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় প্রবাসীর স্ত্রীর
মরদেহটি উদ্ধার করে।
এই ঘটনায় নিহতের পিতা, উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর গ্রামের আবু তাহের লালমাই থানায় অপমৃত্যুর মামলা রুজু করেন।
তিনি
সাংবাদিকদের জানান, অনুমান ১৮ বছর আগে মেয়েকে ওমান প্রবাসী জহিরুল ইসলামের
সাথে পারিবারিকভাবে বিয়ে দিয়েছি। তাদের সংসারে ৪জন ছেলে সন্তান রয়েছে।
শুনেছি আমার মেয়ে আটিটি গ্রামের একজন নারীকে জিম্মাদার হয়ে একটি এনজিও থেকে
ঋণ উত্তোলন করে দিয়েছে। ঋণ গ্রহিতা কিস্তির টাকা পরিশোধ না করায় এনজিও
কর্মকর্তারা আমার মেয়েকে চাপ দিতে থাকে। এই নিয়ে কিছুদিন ধরে মেয়ের সাথে
তার স্বামীর মনোমালিন্য চলছিল।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) শহিদুল ইসলাম বলেন, একজন প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে
ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন
জানা যাবে।
