রোববার ২ নভেম্বর ২০২৫
১৮ কার্তিক ১৪৩২
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্সে অভিভাবকদের ঢল
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ০২.১১.২০২৫ ১:২৪ এএম |



 ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড  কলেজের প্যারেন্টিং কনফারেন্সে অভিভাবকদের ঢল
আলোকোজ্জ্বল সকাল। শিশুর হাসিতে ভরে উঠেছিল প্রাঙ্গণ, কুরআন তিলাওয়াত ও সুরেলা হামদের ধ্বনিতে চারদিকে ছড়িয়ে পড়েছে শান্তির সুর, আর অভিভাবকদের চোখে ঝলক দেখাচ্ছিল ভবিষ্যতের স্বপ্ন ও ভরসা। এমন এক অনন্য প্রাঙ্গণে কুমিল্লার ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের আয়োজন অনুষ্ঠিত হলো “প্যারেন্টিং কনফারেন্স ২০২৫”। ৩১ অক্টোবর সকালে ঢুলিপাড়ার ফান টাউনে সাজানো এই সমাবেশ ছিল শিক্ষা, ভালোবাসা আর সৃজনশীলতার মিলনক্ষেত্র-যেখানে প্রতিটি হাসি, প্রতিটি পদচারণা, প্রতিটি সুরে প্রতিফলিত হচ্ছিল আগামী প্রজন্মের আলোকিত ভবিষ্যৎ।
“শিক্ষা শুধু জীবনধারণের উপায় নয়, শিক্ষা হলো জীবনকে অর্থবহ করে তোলার এক শিল্প।”-এই সত্যকে ধারণ করেই সাজানো হয় দিনব্যাপী এই অনুষ্ঠান। পবিত্র কুরআন তেলাওয়াত ও বাংলা তরজমার মধ্য দিয়ে শুরু হয় পরম শ্রদ্ধার এই আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা শাখার সভাপতি ড. মাসুদুল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান, দেশসেরা লেখক ও ক্যারিয়ার কনসালটেন্ট ড. আহসান হাবীব ইমরোজ, ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সচিব আলমগীর মোহাম্মদ ইউসুফ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু সার্জন ডা. সিফাত সালেহ।
“শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে আমাদের করণীয়” শীর্ষক আলোচনায় বক্তারা বলেন- পরিবারই শিশুর প্রথম বিদ্যালয়, আর অভিভাবকরাই তাদের জীবনের প্রথম শিক্ষক। ভালোবাসা, মনোযোগ ও মূল্যবোধ শেখানোর মধ্য দিয়েই শিশুরা হয়ে ওঠে আলোকিত মানুষ।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. হায়দার আলী তাঁর বক্তব্যে বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের বিকাশে সঠিক দিকনির্দেশনা ও ভালোবাসাই একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি।”
সভাপতির বক্তব্যে ড. মাসুদুল হক চৌধুরী বলেন, “ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে এমন এক প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে, যারা দেশ ও মানবতার কল্যাণে অবদান রাখবে।”
উপস্থাপনায় ছিলেন বিটিভি ও দৈনিক জনকণ্ঠের উপস্থাপক এবং সমতট টিভির সম্পাদক বেলাল হোসেন রাজু, তাঁর সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল জনাবা মাসুমা আক্তার। অনুষ্ঠানে হামদ, দেশাত্মবোধক গান, ও শিশুতোষ সংগীত পরিবেশনার মাধ্যমে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
শেষাংশে অতিথি, শিক্ষক ও এক্সিকিউটিভ সদস্যদের নিয়ে ফটোসেশন অনুষ্ঠিত হয়। উপস্থিতদের জন্য ছিল রেজিস্ট্রেশন বুথ, ভর্তি বুথ, ফটো ফ্রেম, এবং শিশুদের জন্য বেলুন ও ম্যাংগো বারের বিশেষ আয়োজন।
দিনব্যাপী এই আয়োজনটি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের এক উৎসবমুখর পারিবারিক বন্ধনে পরিণত হয়।
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণজুড়ে ছড়িয়ে ছিল আশাবাদ, আনন্দ আর আলোকিত ভবিষ্যতের প্রতিশ্রুতি।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নির্বাচনের বিকল্প নেই
মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জন্য একটি অশনি সংকেত
কুমিল্লায় সমবায় দিবস পালিত
আওয়ামী লীগ নেতা মাহাবুব মজুমদার রকেট গ্রেফতার
মহাসড়কে ঝটিকা মিছিল দেবিদ্বারে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নেতা মাহাবুব মজুমদার রকেট গ্রেফতার
নির্বাচনের বিকল্প নেই
গণভোট না হলে নির্বাচন অর্থহীন : জামায়াত আমির
মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জন্য একটি অশনি সংকেত
কুমিল্লায় সমবায় দিবস পালিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২