
কুমিল্লায়
১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার দুপুরে
কুমিল্লার কোটবাড়ির আনসার ক্যাম্প এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকো পার্কের গহীন জঙ্গলে সাপটিকে
অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজেশপুর ইকো পার্কের রেঞ্জ অফিসার
হুমায়ুন কবীর ও কুমিল্লার কোটবাড়ি রেঞ্জ অফিসার এ কে এম লুৎফুল্লাহ।
দুই
কর্মকর্তা জানান, শনিবার সকালে আনসার ক্যাম্পে লেখার একটি বাড়ির পাশের
জঙ্গলের গাছের উপর সাপটিকে দেখা যায়। এরপর থেকে এলাকার লোকজন জড় হয় এবং
সাপটিকে নামানোর চেষ্টা করে। বিষয়টি খবর পেয়ে আমরা গিয়ে দেখি স্থানীয় জনতার
ভীড়। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেও সাপটিকে উদ্ধার করতে পারছিলাম না। পরে
বিভিন্ন কৌশলে সাপটিকে উদ্ধার করে রাজেশপুর ইকো পার্কে নিয়ে অবমুক্ত করি।
রেঞ্জ
অফিসার হুমায়ুন কবীর বলেন, সাপটি খাবারের খোঁজে বেরিয়ে এসেছিল। আমরা যে
স্থানে অবমুক্ত করেছি সেখানে পর্যাপ্ত খাবার পাবে। এধরণের সাপ বিষধর নয়।
তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই ধরনের সাপের খোঁজ পেলে তাদের হত্যা
না করে বন বিভাগকে খবর দিলে বন বিভাগ উদ্ধার করে নির্দিষ্ট স্থানে অবমুক্ত
করবে।
