হোমনাপ্রতিনিধি:"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় শনিবার (১ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
হোমনা উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, মো. সমবায়ি মো. হুমায়ুন কবির, পারভেজ হোসেন, শিক্ষক আবুল হাসেম ও নকুল চন্দ্র দাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সমবায় হচ্ছে জনগণের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায়ের লক্ষ্য অর্জন করা সম্ভব। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
