শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী ও বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা কর্মসূচি
জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ধারাবাহিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক, ডাকসুর
সাবেক সদস্য ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী
ড. রশিদ আহমেদ হোসাইনী।
শুক্রবার বিকেলে মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার
বাজার ও নাথেরপেটুয়া বাজারে লিফলেট বিতরণকালে ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন,
আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সন্ত্রাস ও
মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। যতদিন এ দফাগুলো বাস্তবায়ন না করতে পারি,
ততদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দলের মধ্যে
নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোন্দল নয়। যোগ্যতা, অভিজ্ঞতা ও
শিক্ষা যার আছে, যিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে পারবেন, দল তাকেই
নমিনেশনের জন্য বিবেচনা করবেন এবং সেই যোগ্য নেতৃত্বের মাধ্যমেই আমরা এই
আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই।
এছাড়া বিএনপির নেতৃত্বে জনগণ আগামীর উন্নয়ন-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এতে
উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম
আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা
স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা
মোহাম্মদ হোসেন, বিল্লাল হোসেন, জসিম উদ্দিন, যুবদল নেতা অ্যাডভোকেট সৈকত,
কামাল হোসেন পাটোয়ারী, মোঃ রুবেল মজুমদার, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক
সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব
ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল,
সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদারসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল
ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
