অন্তর্বর্তীকালীন
সরকারের প্রতি নভেম্বর মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিশ্চিত
করার আহ্বান জানিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াতে ইসলাম মনোনীত
সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ বলেছেন, আমরা একটি ভ্রাতৃত্বের
বাংলাদেশ চাই যে বাংলাদেশে কখনো কাটাকাটি হানাহানি থাকবে না, থাকবে না কোন
বৈষম্য। আমরা অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ করছি এই মাসেই জুলাই সনদ
বাস্তবায়নে গণভোট চাই। তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে দেখেছি, একটি দল
ছাত্রশিবির ও মহিলা জামায়াতের কুরআন তালিম বৈঠকে বাধা দিয়ে ইসলামের বিপক্ষে
অবস্থান নিয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, জুলাই আন্দোলনের মাধ্যমে একটি
বৈষম্যহীন বাংলাদেশ উপহার পেয়েছি, আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। যারা
কোরআনের তালিমে বাধা দিচ্ছে এটার নিন্দা জানাই। পাশাপাশি যারা দোষী তাদেরকে
দৃষ্টান্তমূলক শাস্তির কবে জানাচ্ছি।
শনিবার (১ নভেম্বর) দেবিদ্বার
উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের জাফরগঞ্জ বাজারে একটি নির্বাচনে সভায় প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য
রাখেন উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম।
সাইফুল ইসলাম শহীদ আরও
বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে চায়
জামায়াতে ইসলামী। এক্ষেত্রে আমি দেবিদ্বারের সকল জনসাধারণকে পাশে চাই।
আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেবিদ্বারের উন্নয়নে কাজ করতে করব।
জাফরগঞ্জ
ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা এবিএম কামারুজ্জামানের সভাপতিত্বে ও
মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় নির্বাচনী মতবিনিময় সভায় বিশেষ অতিথির
বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান, জামায়াত মনোনীত
জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন।
এছাড়াও বক্তব্য
রাখেন ইসলামী ছাত্র শিবিরের দেবিদ্বার পূর্ব জাফরগঞ্জ সাথী শাখার সভাপতি
মোঃ মুমিনুল ইসলাম, মসজিদ মিশনের উপজেলা সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন
মুন্সী, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি
মোঃ আকিব হোসেন, ইউপি সদস্য সাদেক খান ও স্থানীয় নেতৃবৃন্দ।
