ব্রাহ্মণপাড়ায়
৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। "সাম্য ও সমতায় "দেশ গড়বে সমবায়" এই
প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায়
বিভাগের আয়োজনে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সমবায়
দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে
এসে শেষ। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচানা
সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা সমবায় অফিসার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় কর্মীবৃন্দ।
