রোববার ২ নভেম্বর ২০২৫
১৮ কার্তিক ১৪৩২
কুমিল্লা বিভাগ ও মুরাদনগর জেলাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ১২:৪০ এএম |


কুমিল্লা বিভাগ গঠন, মুরাদনগরকে জেলায় উন্নীতকরণসহ মোট ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ মুরাদনগর সমিতি। শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। বৃহত্তর মুরাদনগরের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এসব দাবি নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তারা মুরাদনগরবাসীর পক্ষ থেকে সরকারের কাছে তাদের সুনির্দিষ্ট দশটি দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। দাবিগুলো হলো- কুমিল্লা বিভাগ দ্রুত বাস্তবায়ন করা, মুরাদনগর উপজেলাকে অবিলম্বে জেলায় উন্নীত করা, মুরাদনগর উপজেলা সদরকে পৌরসভায় উন্নীতকরণ, বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর, দক্ষিণ মুরাদনগরে নতুন থানা প্রতিষ্ঠা করা, মুরাদনগর এলাকায় একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপন, মুরাদনগরবাসীর জন্য ঘরে ঘরে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, গোমতী নদীর দাউদকান্দি পর্যন্ত শক্তিশালী বেরীবাঁধ নির্মাণ, বেরীবাঁধের দু'পাড়ে বনায়ন, ফুলবাগান ও সৌন্দর্যবর্ধন, গোমতীর উভয় পাড়ে পর্যটন কেন্দ্র স্থাপন ও নৌ-ভ্রমণের ব্যবস্থা চালু করা ইত্যাদি।
ঢাকাস্থ মুরাদনগর সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি জহিরুল ইসলাম, একেএম নেছার উদ্দিন ও মনিরুল হক, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, অর্থ সম্পাদক দুলাল মিয়া ভুইয়া, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রাশেদ আহাম্মদ এবং সাহিত্য সম্পাদক আব্দুল আলীম।
বক্তারা মুরাদনগরকে একটি আদর্শ আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার জন্য দাবিগুলোর গুরুত্ব তুলে ধরেন।


 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নির্বাচনের বিকল্প নেই
মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জন্য একটি অশনি সংকেত
কুমিল্লায় সমবায় দিবস পালিত
আওয়ামী লীগ নেতা মাহাবুব মজুমদার রকেট গ্রেফতার
মহাসড়কে ঝটিকা মিছিল দেবিদ্বারে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নেতা মাহাবুব মজুমদার রকেট গ্রেফতার
নির্বাচনের বিকল্প নেই
গণভোট না হলে নির্বাচন অর্থহীন : জামায়াত আমির
মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জন্য একটি অশনি সংকেত
কুমিল্লায় সমবায় দিবস পালিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২