"প্রশিক্ষণ
ব্যক্তিগত, সম্পদ প্রশিক্ষিত ব্যক্তি জাতির সম্পদ" এই তাৎপর্যপূর্ণ
প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় কিন্ডারগার্টেন
শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে এক বিশাল দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে। শিক্ষণ-শিখন প্রক্রিয়াকে আরও কার্যকর ও আধুনিকায়ন করার
লক্ষ্যে মুরাদনগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এই উদ্যোগ
নেওয়া হয়।
শুক্রবার মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের সুবিশাল
হলরুমে উপজেলার বিভিন্ন পর্যায়ের কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষকদের নিয়ে
এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালায় উপজেলার ৪৫টি কিন্ডারগার্টেন
স্কুলের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের বাংলা বিষয়ের সহকারী
অধ্যাপক ড. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা
শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক। কর্মশালায় মূল্যবান প্রশিক্ষণ সেশন
পরিচালনা করেন, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড.
মনিরুজ্জামান, বাংলাদেশ স্কাউটস এর এলটি আকতারুজ্জামান, ভুবনঘর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সোনাপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাজিব ভূঁইয়া।
কর্মশালার প্রধান
লক্ষ্য ছিল শিক্ষকদের মধ্যে জ্ঞান, আধুনিক শিক্ষণ কৌশল এবং যুগোপযোগী
পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা দেওয়া, যাতে তারা শ্রেণিকক্ষে এর যথাযথ প্রয়োগ
ঘটাতে পারেন। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করে শিশুদের
মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
দিনব্যাপী এই
কর্মশালায় শিক্ষকরা একাধিক গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেন। সেশনগুলোতে নতুন
শিক্ষণ পদ্ধতি, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং পাঠ্যক্রমের সর্বশেষ আপডেট
নিয়ে বিশদ আলোচনা করা হয়। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষকদের হাতে-কলমে দেখানো
হয় কিভাবে নতুন কৌশল ব্যবহার করে শিশুদের পাঠদানে আরও বেশি মনোযোগী করা
যায়।
এছাড়াও, শিক্ষার্থীদের সামাজিক, মানসিক ও জ্ঞানীয় বিকাশে শিক্ষকদের
ভূমিকা কী হওয়া উচিত, সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশেষভাবে, শিশুদের প্রাথমিক শিক্ষার ভীতকে মজবুত করতে বাংলা, ইংরেজি ও
গণিত বিষয়ে যে সকল শিক্ষার্থী তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে, তাদেরকে
সুনির্দিষ্ট কৌশলের মাধ্যমে কিভাবে অগ্রসর করে মূলস্রোতে ফিরিয়ে আনা যায়
সেই বিষয়ে কার্যকরী প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে
মোঃ আবদুর রাজ্জাক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষকদের পেশাগত
উন্নয়নের জন্য এমন উদ্যোগের প্রশংসা করেন।
এই প্রশিক্ষণ কর্মশালা
মুরাদনগরের বেসরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে এক নতুন দিগন্ত
উন্মোচন করবে বলে শিক্ষক ও সংশ্লিষ্টরা মনে করছেন। ভবিষ্যতে এই ধরনের
প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখারও পরিকল্পনা রয়েছে আয়োজক এসোসিয়েশনের।
