দীর্ঘ
৩২ বছর কর্মজীবন শেষ করে অবসরে গেলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার
নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন৷
শনিবার ১ নভেম্বর তিনি তার শিক্ষক পেশায় ৩২ বছর সুনামের সাথে অতিবাহিত
করেন। এই নিয়ে প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন তার সামাজিক যোগাযোগ
মাধ্যমে বলেন- আল্লাহ তায়লার নিকট কোটি কোটি শুকরিয়া, আল্লাহ তায়লার অশেষ
মেহেরবানীতে জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়, নাগাইশ, ব্রাহ্মনপাড়া, কুমিল্লায়
প্রধান শিক্ষক হিসেবে ৩২ বছর পার করি। অনেক চড়াই উতরাই এর মধ্য দিয়ে কর্ম
সম্পাদন করে আজ ৬০ বছর পূর্ণতার মাধ্যমে অবসর গ্রহন করলাম। দীর্ঘ এই
প্রশাসনিক পথ চলায় প্রশাসন, শিক্ষা সংশ্লিষ্ট অফিস, প্রতিষ্ঠাতা পরিবার,
পরিচালনা কমিটি, আমার সহকর্মী, কর্মচারীবৃন্দ, প্রিয় জাহিদুলিয়ান, বর্তমান
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবন্ধু, ব্রাহ্মণপাড়া-বুড়িচং অঞ্চলের প্রতিষ্ঠান
প্রধান, শিক্ষকমন্ডলী, বিশিষ্টজনদের নিকট থেকে যে সহযোগিতা, ভালোবাসা,
আন্তরিকতা ও সম্মান পেয়েছি তা আমাকে চির ঝণী করে রাখবে। আমার এবং আমার
পরিবারের জন্য সবাই দোয়া করবেন(আমার ছেলেরা পড়াশোনার মধ্যে আছে) আমি যেন
বাকি জীবন সুস্থতা, সম্মানের সাথে মহান আল্লাহ তায়লার নির্দেশিত পথে চলতে
পারি। আল্লাহ সবার মঙ্গল করুন। গুণী এ শিক্ষক ৩২ বছরের শিক্ষকতা জীবনে অত্র
এলাকায় শিক্ষার আলো ছড়িয়েছে হাজারো মানুষের মাঝে। তার কর্মজীবনের ন্যায়
অবসর জিবন ভাল এবং আনন্দে কাটুক এ দোয়া করেছেন বিদ্যালয়ের শিক্ষক,
শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী।
