কুমিল্লার
দেবিদ্বার উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হিসাবে শাপলা প্রতীক
বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভানী ইউনিয়ন এনসিপি
নেতা-কর্মীরা।
শনিবার (১ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভানী এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মিছিলটি
মহাসড়ক প্রদক্ষিণ করে ভানী ইউনিয়ন পরিষদ এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে
শেষ হয়। এতে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলার এনসিপির সার্চ কমিটির সদস্য
মো. বশির, মো. আলম ফরাজী, কে এম নাছির উদ্দীন সোহেল, মো. মেহেদী হাসান ও
মো. শামীম ভূঁইয়া।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টির
শাপলা প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন তালবাহানা করছে। তারা দাবি জানান,
দ্রুত সময়ের মধ্যে শাপলা প্রতীক বরাদ্দ নিশ্চিত করতে হবে।বক্তারা বলেন,
শাপলা প্রতীক এনসিপির পরিচয় ও রাজনৈতিক অধিকার। এ বিষয়ে জনমতের প্রতি
সম্মান দেখিয়ে নির্বাচন কমিশনকে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান
তারা। এনসপির শাপলা প্রতিক ছাড়া এই দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না
বলেও হুশিয়ার দেন।
