কুমিল্লার
লাকসামে আজ শনিবার (১ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায়
দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে। এবারে দিবসের প্রতিপাদ্য ছিলো “সাম্য ও সমতায়,
দেশ গড়বে সমবায়”।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস–২০২৫।
ওইদিন সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায় সমিতির যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি
উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস
সুলতানা।
উপজেলা সমবায় কর্মকর্তা ভূঁইয়া মোহাম্মদ শাহীনুর রহমান'র
সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন
চাকমা এবং বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে
ইউএনও নার্গিস সুলতানা বলেন, “সমবায়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির ব্যবহার এখন
সময়ের দাবি। অনেক সদস্য এখনো কম্পিউটার পরিচালনায় দক্ষ নয়। ফলে আধুনিক
ব্যবস্থাপনায় তারা অনেক পিছিয়ে রয়েছেন। বহি:র্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে
চলতে হলে সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।”
তিনি বলেন,
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমবায় সমিতিগুলোর উন্নয়ন ও সহযোগিতা অব্যাহত
রাখতে প্রযুক্তির ব্যবহারে প্রশিক্ষণসহ নানাহ ধরণের সহযোগিতা অব্যাহত
থাকবে।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, সমবায় সমিতি মানুষের ঐক্যের
প্রতীক। একতার মাধ্যমে পরিচালিত হয় সমবায় আন্দোলন। তাই সম্মিলিত প্রয়াস ও
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায়ের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে হবে।
কোনোভাবেই যেনো সমিতির সফলতা বাধাগ্রস্ত না হয়। সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আলোচনা সভা পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, শিক্ষক,
সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
