নিজস্ব
প্রতিবেদক।। এ বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ও
জিপি-৫ দুটোই কমেছে। এবার বোর্ডে গড় পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। তবে সব
স‚চকেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির
দিক থেকে মেয়েদের সাফল্য এবার চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর)
সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম
এইচএসসি'র ফলাফল প্রকাশে এমন চিত্র দেখা গেছে।
কুমিল্লা বোর্ডে এবার মোট
৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ছিল ৫৭
হাজার ৫২৪ জন এবং ছেলে পরীক্ষার্থী ৪২ হাজার ৫২ জন। পাস করেছে মোট ৪৮ হাজার
৬৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়েদের সংখ্যা ৩০ হাজার ৭০১ জন এবং ছেলেদের
১৭ হাজার ৯৫৬ জন। ফলে মেয়েদের পাসের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৩৭ শতাংশ, আর
ছেলেদের ৪২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ–৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েরাই এগিয়ে।
বোর্ডে মোট ২ হাজার ৭০৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে মেয়ে ১
হাজার ৭৪৯ জন এবং ছেলে ৯৫৮ জন।
ফলাফল নিম্নমুখী হওয়ার কারণ হিসেবে
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন বলেন,
কেন্দ্র ও ভেন্যু পরিবর্তন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র
ম‚ল্যায়নে কঠোরতা এই সব কারণেই ফলাফল তুলনাম‚লক কমেছে। তবে এটি সুষ্ঠু ও
নিরপেক্ষ পরীক্ষারই প্রতিফলন।
ফলাফলে মেয়েদের এগিয়ে থাকা প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিত ক্লাসে উপস্থিতি, দায়িত্বশীলতা ও মনোযোগী অধ্যয়নে মেয়েরা তাদেরকে এগিয়ে রাখছে।
