রোববার ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লা বোর্ডে ইংরেজি ও গণিতে বিপর্যয়, ভেন্যু কমায় প্রভাব; শিক্ষার্থী ও অভিভাবক হতাশ
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১:২৯ এএম আপডেট: ১৭.১০.২০২৫ ১:৪৯ এএম |




 কুমিল্লা বোর্ডে ইংরেজি ও গণিতে বিপর্যয়, ভেন্যু কমায় প্রভাব; শিক্ষার্থী ও অভিভাবক হতাশনিজস্ব প্রতিবেদক।।চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার নেমে এসেছে মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশে। গত বছরের তুলনায় এ হার কমেছে ২২.২৯ শতাংশ। বৃহস্পতিবার সকাল ১০টায় এ ফলাফল ঘোষণা করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. শামছুল আলম।
ফলাফলে দেখা যায়, এবার বোর্ডে জিপিএ–৫ পেয়েছে মাত্র দুই হাজার ৭০৭ জন শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক কম। এবার বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ এক হাজার ৯৯৭ জন; অংশ নেয় ৯৯ হাজার ৫৭৬ জন। পাস করেছে ৪৭ হাজার ৬৫৭ জন। মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ, ছেলেদের ৪২ দশমিক ৭০ শতাংশ।
এমন বিপর্যয়ের বিষয়ে বোর্ড চেয়ারম্যান মো. শামছুল আলম বলেন, অন্যান্য সময়ে ভেন্যু কেন্দ্রের সংখ্যা অনেক বেশি থাকতো। এবার ১৬২টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। ভেন্যু কেন্দ্রের কারণে অনেক শিক্ষার্থী সুবিধা পেত, এবার সে সুযোগ ছিল না। এছাড়া ইংরেজিতে পাসের হার মাত্র ৬৫ দশমিক ২৮ শতাংশ, উচ্চতর গণিতেও ফল খারাপ। ইংরেজিতে ফেলের হার বেড়ে যাওয়ায় সামগ্রিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে, কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে সবচেয়ে কম পাসের হার নোয়াখালী জেলায় মাত্র ৪০ দশমিক ৪৩ শতাংশ। অন্যদিকে সবচেয়ে ভালো ফল করেছে কুমিল্লা জেলা, পাসের হার ৫২ দশমিক ১৫ শতাংশ। এবার বোর্ডে শতভাগ পাস করেছে মাত্র পাঁচটি প্রতিষ্ঠান, আর শ‚ন্যভাগ পাস করেছে নয়টি প্রতিষ্ঠান। এর মধ্যে ছয়টির শিক্ষার্থী সংখ্যা দশের নিচে।
ফলাফল হাতে পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী রায়হান মিয়া বলেন, ইংরেজি পরীক্ষায় প্রশ্ন কঠিন ছিল, বিশেষ করে রিডিং অংশটা। আমরা অনেক চেষ্টা করেও ভালো লিখতে পারিনি। সেখানেই আমাদের অনেকের ফল খারাপ হয়েছে।
মেয়েদের ফল তুলনাম‚লক ভালো হলেও, অনেকেই প্রত্যাশিত গ্রেড না পেয়ে হতাশ। কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তাসনিয়া হোসাইন বলেন, আমরা প্রস্তুতি নিয়েছিলাম আগের মতো প্রশ্ন আসবে ভেবে। কিন্তু ইংরেজি ও গণিত দুইটাই ছিল নতুন ধাঁচের।
তবে শিক্ষকরা বলছেন, বোর্ড এবার একটু কঠোর হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র এবং মানবন্টনের ক্ষেত্রেও। এছাড়াও পরীক্ষার হলে কোন অসদুপায়কে ছাড় দেয়া হয়নি। 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, অনলাইন ও অনিয়মিত ক্লাসের কারণে শিক্ষার্থীদের বেসিক দুর্বল হয়েছে। উচ্চতর গণিতে প্রশ্নের ধরণে পরিবর্তন আনা হয়েছে। অনেক শিক্ষার্থী পুরোনো স্টাইলে প্রস্তুতি নিয়েছিল। ফলে ফলাফলে প্রভাব পড়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজর অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভুঁইয়া বলেন, অন্যান্য বছরের তুলনায় ভেন্যু কেন্দ্র বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা পরিচিত পরিবেশে পরীক্ষা দিতে পারেনি। দ‚রের কেন্দ্রে যেতে গিয়ে অনেকেই মানসিক চাপে পড়েছে। তবে এবারের ফলাফলকে বিপর্যয় বলা যাবে না এটাই শিক্ষার্থীদের জন্য প্রকৃত ফলাফল। যারাই পড়ালেখার প্রতি মনোযোগী ছিল ওই সকল শিক্ষার্থী ভালো করেছে। এমন দিনেও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে দেখিয়ে দিয়েছে কারণ তারা নিয়মিত পাঠদানে মনোযোগী ছিল। 
শিক্ষাবোর্ড চেয়ারম্যান মো. শামছুল আলম বলেন, দিন শেষে এবারের ফলাফল হঠাৎ এভাবে কমে যাওয়া উদ্বেগজনক। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং শিক্ষকদের নিয়ে আলোচনায় বসবো। কারণগুলো শুনবো। কিভাবে ভবিষ্যতে স্ব স্ব প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়াতো হয় সে বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
হাফেজ কল্যাণ সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় হাফেজ সম্মেলন
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কায়কোবাদের ৫০০ বার কুরআন খতম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
নোয়াখালী পদুয়া দায়রা শরীফের ওরছ আমাগী ১৪ থেকে ১৬ ডিসেম্বর
কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২