কুমিল্লা
জেলার বুড়িচং উপজেলার ভরাসার বাজার সংলগ্ন গোবিন্দিপুরে অবস্থিত
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ আবারও নজির স্থাপন করেছে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টানা ১৪ বছর শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে
প্রতিষ্ঠানটি।
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সোনার বাংলা কলেজ
থেকে ৩৭১ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৪৮ জন
শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা কুমিল্লা বোর্ডে এক অনন্য সাফল্য।
বিভাগ
ভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে অংশগ্রহণকারী ১৩৩ জনের মধ্যে ১১২
জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে ১২৭ জনের সবাই পাস করেছে, এর মধ্যে ২৮
জন জিপিএ-৫ অর্জন করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেওয়া ১১১ জন
শিক্ষার্থীর সবাই পাস করেছে, এর মধ্যে ৮ জন জিপিএ-৫ পেয়েছে।
২০০০ সালে
প্রতিষ্ঠার পর থেকেই সোনার বাংলা কলেজ ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে।
২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর শতভাগ পাশের রেকর্ড বজায় রেখেছে
কলেজটি। এ সময়ের মধ্যে ধাপে ধাপে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর
সংখ্যা, যা কলেজটির মানোন্নয়নের প্রমাণ বহন করে।
শিক্ষার পাশাপাশি সোনার
বাংলা কলেজের শিক্ষার্থীরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের ক্রীড়া,
সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিভিন্ন অলিম্পিয়াডেও সাফল্যের স্বাক্ষর রেখে
আসছে।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক
সিনেট সদস্য অধ্যক্ষ আবু ছালেক মো. সোলেমান রাজু সৌরভ বলেন, শৃঙ্খলা,
নিয়মিত ক্লাসে উপস্থিতি, পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ,
শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, এবং
অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীর নিবিড় সম্পর্ক সবকিছু মিলিয়েই এই সাফল্যের
পেছনের রহস্য।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু ভালো ফল নয়, বরং ভালো
মানুষ তৈরি করা। দক্ষ শিক্ষকমÐলীর পরিশ্রম ও শিক্ষার্থীদের নিবেদনই আমাদের
ধারাবাহিক সাফল্যের মূল চালিকাশক্তি। সোনার বাংলা কলেজের এই অসাধারণ
অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ
করছে।
