নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার অবৈধ
ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪
অক্টোবর) রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার
পোস্টের একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি স‚ত্র জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে টহল দলটি সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ কিলোমিটার
ভেতরে কামারখাঁ জোড়া ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মিনি
কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ভ্যানটি তল্লাশি করে ৯০১
পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৪৯৭ পিস মোবাইল ফোনের ডিসপ্লে এবং একটি মিনি
কাভার্ডভ্যানসহ পণ্যগুলো জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক
বাজারম‚ল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এসব
পণ্য অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল। ধারণা করা
হচ্ছে, পণ্যগুলো দেশের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহের জন্য আনা হচ্ছিল।
বুধবার
সকালে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ
বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক
অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামালসহ
কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক
করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, চোরাচালান একটি জাতীয় ক্ষতির বিষয়। এতে
সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি অভ্যন্তরীণ বাজারও ক্ষতিগ্রস্ত হয়।
বিজিবি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় নিয়মিত
অভিযান চালাচ্ছে। জব্দকৃত শাড়ি, মোবাইল ডিসপ্লে ও যানবাহন বিধি মোতাবেক
কুমিল্লা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন
বিজিবির এই কর্মকর্তা।
