কুমিল্লার
মুরাদনগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ
এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার
মোচাগড়া এলাকা থেকে মোঃ রাসেল (২৮) নামের ওই যুবককে ৪৫০ পিস ইয়াবাসহ
হাতে-নাতে আটক করে যৌথবাহিনী। এ সময় ইয়াবা বিক্রির নগদ ৩৪ হাজার ৩০০ টাকাও
উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল মুচাগড়া গ্রামের মৃত. ইমাম হোসেনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ
স‚ত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে মোচাগড়া এলাকায়
সেনাবাহিনী একটি বিশেষ অভিযান শুরু করে। খবর পেয়ে মুরাদনগর থানার
উপ-পরিদর্শক (এসআই) জালাল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রæত সেখানে
গিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মোচাগড়া বাজার সংলগ্ন
আলীম মিয়ার তিনতলা ভবনে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মোঃ রাসেলের
শয়ন কক্ষের বালিশের নিচ থেকে ৪৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৪
হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
মুরাদনগর
থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, আসামির বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের
মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে
যৌথবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।
