কৃষি
জমি রক্ষা, বালুমহালের অবৈধ ব্যবহার রোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার
লক্ষ্যে মুরাদনগর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী গত ১১-১৪ অক্টোবর,
২০২৫ তারিখ পর্যন্ত এক যুগান্তকারী মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেছে।
সহকারী কমিশনার (ভ‚মি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান
খাঁন-এর নেতৃত্বে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে অবৈধ ড্রেজার অপসারণ,
ফুটপাত দখলমুক্ত করা এবং বিভিন্ন অপরাধে মোট ১,৩৮,০০০/- (এক লক্ষ আটত্রিশ
হাজার) টাকা অর্থদÐ আরোপ করা হয়।
অভিযানের সময় গোমতী নদী থেকে অবৈধভাবে
মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১,০০,০০০/-
টাকার বড় জরিমানা করা হয়। এছাড়া, করাতকলের লাইসেন্স ও ঞচ (ট্রান্সপোর্ট
পারমিট) ব্যতীত কাঠ মজুদের দায়ে চারটি মামলায় ৩৪,০০০/- টাকা জরিমানা এবং
বেপরোয়া গাড়ি চালানো ও লাইসেন্স না থাকার অপরাধে সড়ক পরিবহন আইনে ৪,০০০/-
টাকা অর্থদÐ আরোপ করা হয়।
পাশাপাশি, মুরাদনগর সদর, চাপিতলা, আকুবপুর,
টনকি ও কামাল্লা ইউনিয়ন থেকে মোট ৬টি ড্রেজার মেশিন এবং প্রায় ৩,৫০০ ফুট
পাইপ অপসারণ করা হয়, যার মধ্যে ২টি ড্রেজার জব্দ করা হয়েছে। কোম্পানিগঞ্জ
নবীনগর রোড, মুরাদনগর আল্লাহু চত্ত্বর এবং কোম্পানিগঞ্জ এলাকায় ফুটপাত ও
রাস্তার অবৈধ পার্কিং উচ্ছেদ করে রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত
করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক নির্দেশনায় পরিচালিত এই অভিযান
"মাটি কর্তন আর নয়, ড্রেজার বন্ধের এখনই সময়, বাঁচাই ভ‚মি বাঁচাই দেশ"
স্লোগানকে বাস্তবে রূপ দিতে একটি দৃঢ় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
