কুমিল্লার
লালমাইয়ে দুই মাদক সেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ দিয়েছে ভ্রাম্যমাণ
আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
বুধবার ১৫ অক্টোবর রাত ৮ টায় উপজেলার
ভ‚লইন দক্ষিণ ইউনিয়নের ছোট শরীফপুর ( ভ‚শ্চি বাজার)এলাকায় মাদক (গাঁজা)
সেবনের অপরাধে ন‚র মিয়া (৩০) ও সনজু মিয়া (৪৭) নামের ০২ জন ব্যক্তিকে মাদক
সেবনকালে স্থানীয় জনতা আটক করে প্রশাসনকে খবর দেয়। এসময় লালমাই থানা পুলিশ ও
এলাকাবাসী সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, ভ‚শ্চি বাজার এলাকায় মাদক সেবনের সময়
দুই মাদক সেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়।
তিনি বলেন,জনস্বার্থে এধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
