রোববার ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২
‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’-এ মনোনীত কুমিল্লার ভাই-বোন সুকন্যা ও জিসান
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ১:২১ এএম আপডেট: ১২.১০.২০২৫ ১:২৯ এএম |



 ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’-এ মনোনীত কুমিল্লার ভাই-বোন সুকন্যা ও জিসানবাংলাদেশের ভাইবোন সুহানা রহমান সুকন্যা (১৬) এবং মিনহাজুল আবেদিন জিসান (১৪) বিশ্বের অন্যতম মর্যাদাপ‚র্ণ শিশু অধিকারভিত্তিক সম্মাননা ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫’-এর জন্য মনোনীত হয়েছেন। এটি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহ‚র্ত, কারণ একই পরিবারের দুই ভাইবোনের একসঙ্গে মনোনয়ন পাওয়া এক বিরল ঘটনা। সুকন্যা এবং জিসান কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার বাসিন্দা শোয়েবুর রহমান এবং খালেদা সুলতানা দম্পতির সন্তান। তাদের দাদার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার বন্দরামপুর গ্রামে। 
সুহানা রহমান সুকন্যা:
সুহানা আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে কাজের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো এই সম্মানের জন্য বিবেচিত হয়েছেন। তিনি “টক হোপ” নামের একটি যুবনেতৃত্বাধীন উদ্যোগের প্রধান সমন্বয়ক, যা মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, আত্মহত্যা প্রতিরোধ, এবং মানসিক সহায়তা সেবার সম্প্রসারণে কাজ করছে।
টক হোপ বর্তমানে দেশের প্রথম ২৪ ঘণ্টাব্যাপী বিনাম‚ল্যের মানসিক সহায়তা কল সেন্টার (হেল্পলাইন: ০৯৬৩-৮৮৮১৮৮৮) পরিচালনা করছে, যেখানে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা মানসিক সংকটে থাকা মানুষকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করছেন।
টক হোপের অনলাইন ও অফলাইন কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত ৪৫,০০০-এরও বেশি মানুষ সরাসরি সহায়তা পেয়েছেন, এবং ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন ও সোশ্যাল মিডিয়া উদ্যোগে প্রায় ১ লক্ষাধিক তরুণ-তরুণী যুক্ত হয়েছেন। দেশের ২০টি জেলায় মানসিক স্বাস্থ্য রেসপন্স সেল এবং ৫০০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা পরিচালনার মাধ্যমে শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় টক হোপ গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখছে।
তার এই উদ্যোগের ম‚ল প্রেরণা আসে এক সেচ্ছাসেবকের আত্মহত্যায় হারানোর গভীর শোক থেকে। সেই অভিজ্ঞতা থেকেই সুহানা প্রতিজ্ঞা করেন— যেন কেউ আর মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যার প্রবণতাকে অবহেলা না করে।
সুহানাবলেন, “প্রতিটি শিশুই নিরাপদ, ভালোবাসাপ‚র্ণ ও মানসিকভাবে সুস্থ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রাখে। আমি চাই, কেউ যেন নিজের লড়াইয়ে একা না থাকে— আমরা সবাই মিলে একে অপরের পাশে থাকি।”
মিনহাজুল আবেদিন জিসান
মিনহাজুল মাত্র ১৩ বছর বয়সেই শিশু অধিকার সুরক্ষা ও জেন্ডার সমতা বিষয়ে অগ্রণী ভ‚মিকা রাখছেন। তিনি যা শিশু ও নারীর সুরক্ষা, মর্যাদা ও অধিকার নিশ্চিতে কাজ করছে।
তার নেতৃত্বে পরিচালিত “নিরাপদ শিশু, নিরাপদ ভবিষ্যৎ” ক্যাম্পেইনের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নীতি ও ডিজিটাল নিরাপত্তা প্রোটোকল চালু হয়েছে। জিসানের নেতৃত্বে ৩০টিরও বেশি জেলায় ১,৫০০-এর বেশি তরুণ স্বেচ্ছাসেবক কাজ করছেন, যারা শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও অধিকার লঙ্ঘনের ঘটনায় সরাসরি রিপোর্ট ও সহায়তা প্রদান করছেন।
এ পর্যন্ত জিসান ও তার দল ১২০,০০০-এরও বেশি শিশু ও অভিভাবককে সচেতনতা কর্মস‚চির মাধ্যমে পৌঁছাতে সক্ষম হয়েছে। তার অর্গানাইজেশন ৫০০টিরও বেশি বাল্যবিবাহ ও নির্যাতনের ঘটনার প্রতিরোধে সরাসরি ভ‚মিকা রেখেছেন এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা ও পুনর্বাসন সেবায় সংযুক্ত করেছেন।
জিসান বলেন,

“সত্যিকার পরিবর্তন তখনই আসে, যখন আমরা একে অপরের অধিকার রক্ষা করি এবং দুর্বলদের পাশে দাঁড়াই। প্রতিটি শিশুই স্বপ্ন দেখার ও নিরাপদে বেড়ে ওঠার অধিকার রাখে।”
সুহানা ও জিসানের বাবা মুহাম্মদ শোয়েবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বলেন,
“এটি শুধু আমাদের পরিবারের নয়, পুরো বাংলাদেশের গর্বের বিষয়। আমাদের সন্তানরা সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠছে— এর চেয়ে বড় তৃপ্তি আর কিছু হতে পারে না।”
তাদের মা খালেদা সুলতানা বলেন,
“দুই সন্তানের একসঙ্গে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এক অবর্ণনীয় আনন্দ। একজন মা হিসেবে এর চেয়ে বড় তৃপ্তি আর কিছু নেই।”
সুহানা এবং জিসানের এই অনন্য অর্জন নিয়ে কথা বলেন জনাব মুহাম্মাদ শামীম হাসান, পরিচালক জনসংযোগ পরিদপ্তর,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা।
তিনি বলেন “বাংলাদেশ বিদ্যুৎ পরিবারের সদস্যদের এই সাফল্যে আমরা আনন্দিত। তাদের সাফল্য, সুস্থ সবল ন্যায় পরায়ণ জাতি গঠনে অন্যদের অনুপ্রাণিত করবে”
টক হোপ এবং শ্যাডো-এর প্রতিষ্ঠাতা মো. সাদ্দাম হোসেন রনি বলেন,
“সমাজসেবাম‚লক কর্মকান্ডের জন্য দুই ভাইবোনের এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের তরুণদের সামর্থ্য ও মানবিক নেতৃত্বের শক্তি বিশ্বকে দেখিয়ে দিয়েছে। এটি আমাদের জন্য বিশাল সম্মান ও প্রেরণা। এদের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত”
বিশ্বজুড়ে হাজারো প্রার্থীর মধ্য থেকে ২০২৫ সালের এই পুরস্কারের জন্য সুহানা রহমান সুকন্যা (আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা) এবং মিনহাজুল আবেদিন জিসান (শিশুর অধিকার ও জেন্ডার সমতায়) মনোনয়ন পেয়েছেন— যা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অর্জন। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
হাফেজ কল্যাণ সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় হাফেজ সম্মেলন
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কায়কোবাদের ৫০০ বার কুরআন খতম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন
নোয়াখালী পদুয়া দায়রা শরীফের ওরছ আমাগী ১৪ থেকে ১৬ ডিসেম্বর
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২