কুমিল্লা
জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্র-২০২৬) এর মধ্যম
আশ্রাফপুর বর্তমান কার্যালয়ে গতকাল শনিবার বেলা ১১ ঘটিকার সময় বিভিন্ন
সার্ভিসে কর্মরত ইউনিয়নের নিয়মিত ১৬ জন সদস্যকে চিকিৎসা বাবদ আর্থিক অনুদান
প্রদান করা হয়। অনুদান প্রদান করেনইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ
সম্পাদক মো. কামাল হোসেন খন্দকার।এসময় কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
অনুদান প্রাপ্তরা হলেন-মো. কাউসার আলম, সদস্য নং-১০৪৪৭,
মো. বিল্লাল, সদস্য নং-৮৪১৯, মো. শামসুল হক শামু, সদস্য নং-২০২৯, মোহাম্মদ
আবিদ আলী, সদস্য নং-৬১৬৭, মোহাম্মদ আবদুর রশিদ, সদস্য নং-৩১৮৩, মোহাম্মদ
মাহবুব আলম, সদস্য নং-৩০৪৪, মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য নং-৯৭৭৭,
মোহাম্মদ আলমগীর হোসেন, সদস্য নং-২৩৪২, মোহাম্মদ শরিফুল ইসলাম, সদস্য
নং-৯৪৮৭, মোহাম্মদ দুলাল হোসেন, সদস্য নং-৪৫৬৭, মোহাম্মদ ওয়াসিম, সদস্য
নং-৬০৫৯, মোহাম্মদ নুরুল ইসলাম সুমন, সদস্য নং-৯০৮৩, মোহাম্মদ ইব্রাহিম
খলিল, সদস্য নং-৪২৪৫, মোহাম্মদ শাহ আলম, সদস্য নং-৬৯০৭, মোহাম্মদ মাহবুব
হোসেন বাবু, সদস্য নং-২৫৮২ ও মোহাম্মদ আলী আকবর মজুমদার, সদস্য নং-৫৪০৩।
