ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় এক খুচরা মাদক বিক্রিতা, বিক্রি করার সময় ১২ বোতল স্কাফ
সিরাপ জব্দ করছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত বৃহস্পতিবার শশীদল ইউনিয়নের
তেতাভ‚মি এলাকা এ মাদক দ্রব্য জব্দ করে।
ব্রাহ্মণপাড়া থানা স‚ত্রে জানা
যায়, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন
মাদক ব্যবসায়ী শশীদল ইউনিয়নের তেতাভ‚মি এলাকা খুচরা মাদক বিক্রি করছে। খবর
পেয়ে ওসি মোহাম্মদ সাজিদুল ইসলামের নির্দেশে এসআই মোঃ আব্দুস সবুর সঙ্গীয়
ফোর্স সহ তেতাভ‚মি এলাকায় অভিযান চালায়।
অভিযানে তেতাভ‚মি জয়নাল মিয়ার
বাড়ির জয়নালের রান্না ঘরে খুচরা বিক্রি করা অবস্থায় টেবিলের উপর হইতে ১২
বোতল স্কাফ সিরাপ জব্দ করে।এসময় পুলিশের উপস্থিতিতে টের পেয়েমোঃ হাছান (২৭)
পালিয়ে যায়। পলাতক আসামী হাসান উপজেলার উত্তর তেতাভ‚মি গ্রামের ফরিদ মিয়ার
ছেলে। এ ব্যাপারে তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি মাদক মামলা দায়ের
করা হয়েছে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জমোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
