নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বড়ভাঙ্গাইন্না
ফৌজিয়া খসরু দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে
নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ মনিরুল ইসলাম
পিন্টু। গত ৬ অক্টোবর মাদ্রাসা অধ্যক্ষের স্বাক্ষরিত এক প্যাডে তাঁকে আগামী
২ বছরের জন্য মাদ্রাসা পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী নির্বাচিত করার বিষয়টি
জানানো হয়।
বড়ভাঙ্গাইন্না ফৌজিয়া খসরু দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা
খাইরুল আমিন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়- ‘অত্র মাদ্রাসার নিয়মিত
ম্যানেজিং কমিটির বিগত ০২-১০-২০২৫খ্রিঃ তারিখের ১ম সভার সিদ্ধান্ত মোতাবেক
আপনাকে অত্র মাদ্রাসার ০১ (এক) জন বিদ্যোৎসাহী সদস্য হিসেবে কো-অপ্ট করা
হলো। ১ম সভা থেকে পরবর্তী ২ (দুই) বৎসর অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির
সভায় উপস্থিত হইয়া শিক্ষার প্রতি গুরত্ব আরোপ করার জন্য অনুরোধ করছি।
