মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
২৭ কার্তিক ১৪৩২
ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা স্কুল ১৫০ বছর পুর্তির আয়োজন হবে তিনদিন
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ১২:৩৭ এএম |


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছর পুর্তি অনুষ্ঠান হবে তিনদিনে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যসহ সাবেক প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের আশা করা হচ্ছে ওই অনুষ্ঠানে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ) এ অনুষ্ঠানের আয়োজন করছে।
আগামী ২৪, ২৫, ২৬ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গনে দেড়শ’ বছর পুর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ২৪ ডিসেম্বর বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে অনুষ্ঠানের করা হয়েছে। তিনদিনই দিনভর নানা অনুষ্ঠান হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বর্ষপুর্তি উদযাপন উপলক্ষে শনিবার, ১১ অক্টোবর দুপুরে ব্রাহ্মণাবাড়িয়া প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আবেশ সভাপতি বিমান বাহিনীর সাবেক গ্রæপ ক্যাপ্টেন সাগীর আহমেদ। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইমাম শাহীন, খায়রুল ইসলাম শামীম, মো. মুমিনুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারন সম্পাদক ড. তৌফিকুল ইসলাম মিথিল, যুগ্ম সাধারন সম্পাদক আলী আজহার খান প্রমুখ।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ব্রাহ্মণবাড়িয়াসহ সমগ্র জাতির শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। দেড়শ বছরেরও বেশি সময় ধরে স্কুলটি দেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনের অসংখ্য কৃতি ব্যক্তিত্ব উপহার দিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ইতিমধ্যেই ১৯৭১ পরপর সময়ে এ বিদ্যালয় থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদেরকে কেউ কেউ রেজিস্ট্রেশন করেছেন। দুই হাজারের বেশি সাবেক শিক্ষার্থী এ আয়োজনের অংশ নিবেন বলে তারা আশা প্রকাশ করেন। ১৫০ বছর পুর্তি উপলক্ষে ইতিমধ্যেই বিতর্ক উৎসব, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে জানানো হয়, তিনদিনের আয়োজনে বেশ বৈচিত্র থাকবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মেজর এম এ গণির ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনের কাউন্টডাউন শুরু, ৯০ দিনের মধ্যে ভোট
বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই
দাউদকান্দিতে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার
লালমাইয়ে ৩ যুবলীগ নেতা গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লাকসামে দোলার প্রচারণায় হামলা
সেই সড়কের সংস্কার কাজ শুরু
কুমিল্লায় স্বস্তি ফিরছে সবজির দামে
নির্বাচনের কাউন্টডাউন শুরু, ৯০ দিনের মধ্যে ভোট
কুমিল্লা মেডিকেল ও ঢাকার বাসায় গিয়েও আহত দোলার দেখা পাননি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২