নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী রাজনীতির নামে বিভাজন চায় না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেছেন, সকল দল মিলে আমরা একটি সন্দুর বাংলাদেশ গড়ে তুলতে চাই। রাজনীতিতে অন্যান্য দলের সাথে জামায়াতে ইসলামীর প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা প্রতিহিংসায় যাবো না এবং সেই রাজনৈতিক মূল্যবোধ তৈরি করার জন্য আমীরে জামায়াতে ইতোমধ্যে বার্তা দিয়েছেন। বাংলাদেশের মানুষদেরকে আমরা নাগরিক হিসেবে সম্মান দিবো, তাদের অধিকার এবং সম্মানের নিশ্চয়তার জন্য আমরা ভ‚মিকা পালন করবো।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর হোটেল ওয়েসিস কনভেনশন হলে জুলাই জাতীয় সনদ ও পি আর পদ্ধতির ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানুষের অধিকার ও মর্যাদার ক্ষেত্রে ধর্ম ও দল বিবেচনা করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা মানুষের কাছে সেটা উপস্থাপনের সুযোগ পেয়েছি। আমরা আবারো স্পষ্ট করে বলছি, জামায়াতে ইসলামী ফেব্রæয়ারি মাষেই নির্বাচন চায়। এ সরকারের কাছ থেকে আমরা দাবী আদায় করবো এবং ফেব্রæয়ারি মাসেই নির্বাচন দিতে বাধ্য করবো।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন।
মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান এর পরিচালনা আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মু.শফিকুল আলম হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুর উদ্দিন, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি শহিদ উল্লাহ,কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি লুৎফুর রহমান,কুমিল্লা বার্ডের সাবেক মহাপরিচালক ড.মাসুদুল হক চৌধুরী, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা.সফিকুর রহমান পাটোয়ারী, ওলামাদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা জালাল উদ্দীন, ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি হাসান আহম্মেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ মাজারুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি মহিউদ্দিন রনি,এনডিএফ কুমিল্লা জেলা সভাপতি ডা.,জহিরুল হক বাবর,এনডিএফ কুমিল্লা মেডিকেল কলেজ সেক্রেটারী, ডা.গিয়াস উদ্দিন,ব্যবসায়ীদের মধ্য উপস্থিত ছিলেন কাউন্সিল মোশারফ হোসাইন, মিজানুর রহমান,হাসান মজুমদার,সাংবাদিক মধ্য উপস্থিত ছিলেন,কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল,সেক্রেটারী জাহিদুর রহমান,সহ-সেক্রেটারী বাহার রায়হান,নির্বাহী সদস্য কামাল উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদ উল্লাহ মিয়াজী,যুব বিভাগের সভাপতি, নজির আহম্মেদ,ওলামা বিভাগের সভপতি মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার।
৫দফা দাবি:জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
