কুমিল্লার লালমাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাসের বাড়িতে অনুষ্ঠিত আলীশ্বর সিদ্ধেশ্বরী কালী বাড়ী দুর্গাপূজা মন্দির কমিটির প‚জা পরবর্তী ‘শারদীয় পুনর্মিলনী’ অনুষ্ঠান ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগ্রাম (আলীশ্বর, চোখনন্দী, কাকসার,শেরপুর, শিকারীপাড়া) গ্রামের উদ্যোগে ২০১৮ সালে আলীশ্বর সিদ্ধেশ্বরী কালী বাড়ী দুর্গাপূজা শুরু হয়। গত ২ অক্টোবর বৃহস্পতিবার শুভ বিজয়া দশমীর মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উৎসব সমাপ্তি হয়।
আলীশ্বর সিদ্ধেশ্বরী কালী বাড়ী দুর্গা প‚জা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাশের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবু গোপাল কৃষ্ণ দত্ত, ডা. সুনীল দাশ ডা. অনিল মজুমদার, ডা. বিশ্বজিৎ দাশ, প্রিয়লাল দাশ, খোকন দাশ, তপন দাশ,দুলাল দাস,শুধাংশু দাস, সুকুমার দাশ, চন্দন দাশ, সুমন দাশ (কাকসার), সুমন মজুমদার, নয়ন দাশ প্রমুখ।
ফ্রান্স প্রবাসী সুমন দাশের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অজয় কুমার সিংহ, সমর সিংহ, সঞ্জয় সিংহ, শিমুল সিংহ ও রক্তিম সিংহ।
