কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় নিহত সুজন হত্যার প্রতিবাদে
মানব বন্ধন করেছে এলাকাবাসী। বুধবার ৮ অক্টোবর বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলার
মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌরাস্তায় এ মানব বন্ধন অনুষ্ঠিত
হয়েছে।এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সাবেক ছাত্রলীগ নেতা কিশোর
গ্যাংয়ের লিডার আরিফসহসহ কিশোর গ্যাংয়ের অন্য সদস্যদের দ্রæত গ্রেপ্তার
করার আহবান জানান এলাকাবাসী। এসময় মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী প্রকাশ্যে
দিনের বেলায় পিটিয়ে সুজন হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি
জানান। এর আগে গত, গত ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার মালাপাড়া
ইউনিয়নের অলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এনামুলের দোকানের সামনে সুজনকে
প্রকাশ্যে পিটিয়ে আহত করে। কিশোর গ্যাংয়ের ওই সংঘর্ষে সাতজন কিশোর আহত হয়।
আগতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজসহ
বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, মনোহরপুর ও
অলুয়া এলাকার কয়েকজন কিশোরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগে
কথাকাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার বিকেলে মনোহরপুর এলাকার কয়েকজন
কিশোর অলুয়া মাদ্রাসার সামনে এসে স্থানীয় কিশোরদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে
পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন উপজেলার অলুয়া পশ্চিম পাড়া গ্রামের আবুল কালাম
এর ছেলে মোঃ সুজন। প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে
চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর গত ৬ অক্টোবর সোমবার সন্ধায় মারা যান। কিশোর
গ্যাংয়ের হামলায় নিহত সুজন হত্যার প্রতিবাদ এবং আসামিদের গ্রেপ্তারের
দাবিতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিল সমাজ সেবক মুহাম্মদ
পুলিশ, মোঃ ইউনুস মেম্বার, মোঃ মমতাজ মেম্বার, মোঃ সোহেল ভ‚ইয়া,রবিউল
হাসান, মোঃ নজরুল মাস্টার, মোঃ তবদল হোসেন, মোঃ জসিম উদ্দিন, অলি ভ‚ইয়া,
এরশাদ ভ‚ইয়া, আবু জাহের জাহের, মোস্তাক ভ‚ইয়া, মোঃ শাহ আলম, সাবেক মেম্বার
শিরিন আক্তার,মোঃ জাহের ওয়ার্ড সভাপতি, মোঃ জুনায়েদ মাস্টার,শাহ জাহান
সরদার, মোঃ নান্নু মিয়া, মোঃ রুবেল,মোঃ সালাউদ্দিনসহসহ অত্র এলাকার কয়েক
হাজার নারীপুরুষ।
