মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
২৭ কার্তিক ১৪৩২
‘আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি’
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:২৬ এএম |




 ‘আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি’

হামজা চৌধুরি-সামিত সোম আসার পর বাংলাদেশ দলের শক্তি বেড়েছে। তারা আসার পরই ৪৫ বছর পর আবার এশিয়া কাপ খেলার স্বপ্ন জেগেছে বাংলাদেশের। আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি অনেকটা ডু অর ডাই। এই ম্যাচে হারলে এশিয়া কাপে খেলার স্বপ্ন অনেকটাই ধ‚লিৎসাত হবে। তবে আজ ম্যাচ প‚র্ববর্তী সম্মেলনে বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভ‚ইয়া দুইজনই আশা দেখিয়েছেন। 
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, 'আমরা জানি আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি। স্কোয়াডের গুণগত মান নিয়ে আমি সব সময়ই সন্তুষ্ট। তবে সাম্প্রতিক কিছু নতুন সংযোজন আমাদের দলকে আরও শক্তিশালী করেছে।' তিনি আরো যোগ করেন, 'শুরু থেকেই আমরা বলেছি গ্রুপের চারটি দলই সমমানের। যদিও তাদের খেলার ধরণ বা স্টাইল ভিন্ন, কিন্তু সামগ্রিক মান খুব কাছাকাছি। হংকং দল সিঙ্গাপুরের মতোই শক্তিশালী। এটা ফলাফলেও দেখা গেছে।'
হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দলকে প্রস্তত বলছেন কোচ হ্যাভিয়ের, 'প্রস্তুতি খুব ভালো হয়েছে। আপনারা জানেন, আমরা প্রায় দশদিন, একটু বেশি সময় ধরে কঠোর অনুশীলন করছি। একটি বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছি।' অধিনায়ক জামাল ভ‚ইয়াও কোচের সঙ্গে একই সুরে বলেন, 'প্রস্তুতি ভালো হয়েছে। গত কয়েক দিনে আমরা হংকং দল নিয়ে বিশ্লেষণ করেছি। তাদের শক্তি, দুর্বলতা সবকিছু নিয়ে কাজ করেছি।'
হংকং দলে একাধিক ন্যাচারালাইজড ফুটবলার রয়েছেন। যাদের কেউ ব্রাজিল আবার কেউ ইউরোপের অরিজিন। তবে এ নিয়ে চিন্তিত নন বাংলাদেশের কোচ, 'ন্যাচারালাইজড খেলোয়াড়দের নিয়ে খুব বেশি ভাবার কিছু নেই। আমাদের প্রতিপক্ষ পুরো দল, নির্দিষ্ট কিছু খেলোয়াড় নয়। তাই আমরা হংকং দলকেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রেখেছি।'
তিন বছরের বেশি সময় ক্যাবরেরা বাংলাদেশ দলের কোচ। সাফের সেমিফাইনাল ছাড়া কার্যত তেমন সাফল্য নেই তার। হংকং ম্যাচের উপর বাংলাদেশে এশিয়া কাপ খেলার সম্ভাবনা নির্ভর করছে। স্বাভাবিকভাবেই কালকের ম্যাচটি বেশ চাপ তার জন্য। এ নিয়ে তার মন্তব্য, 'চ্যালেঞ্জিং তো বটেই। শুধু আগামীকালই নয় এরপর হংকং অ্যাওয়ে ম্যাচ, আবার এক মাস পর ভারতের সঙ্গে হোম ম্যাচ। এই পুরো সময়টাই গুরুত্বপ‚র্ণ।'
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বাইরের দলগুলোর সঙ্গে লড়াই করে। শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে না। এ নিয়ে কোচের মতামত, 'এই মুহ‚র্তে একটি জয় দক্ষিণ এশিয়ার বাইরে প্রতিপক্ষের বিপক্ষে দলকে অনেক আত্মবিশ্বাস দেবে। আমাদের শুধু লেগে থাকতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, নিজের পথ থেকে না সরে তবেই ফল আসবে।'
এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচ শেষে সিঙ্গাপুর ও হংকং উভয়ের ৪ পয়েন্ট। ভারত ও বাংলাদেশের পয়েন্ট সমান ১। আগামীকাল হংকংয়ের বিপক্ষে হারলে শীর্ষ স্থানের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়াবে ৬। বাকি তিন ম্যাচে এই ৬ পয়েন্টের ব্যবধান ঘুচানো কঠিন। কারণ চার দলের এই গ্রুপে একমাত্র গ্রুপ চ্যাম্পিয়নই এশিয়া কাপে খেলবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চান্দিনার জোয়াগে বসতবাড়িতে অগ্নিকাণ্ড
মেজর এম এ গণির ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনের কাউন্টডাউন শুরু, ৯০ দিনের মধ্যে ভোট
বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই
দাউদকান্দিতে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লাকসামে দোলার প্রচারণায় হামলা
সেই সড়কের সংস্কার কাজ শুরু
কুমিল্লায় স্বস্তি ফিরছে সবজির দামে
নির্বাচনের কাউন্টডাউন শুরু, ৯০ দিনের মধ্যে ভোট
কুমিল্লা মেডিকেল ও ঢাকার বাসায় গিয়েও আহত দোলার দেখা পাননি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২