রোববার ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২
চট্টগ্রামে এখন টিভির সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১২:২২ এএম আপডেট: ০৮.১০.২০২৫ ১২:৩০ এএম |




  চট্টগ্রামে এখন টিভির সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশনিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা এই কর্মস‚চি পালন করেন। সংশ্লিষ্ট স‚ত্রে জানা যায়, গত ৫ অক্টোবর চট্টগ্রামের সীতাকুÐের জঙ্গল সেলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহের সময় স্থানীয় সন্ত্রাসী শুক্কুরের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিহাদ ও ক্যামেরাপার্সন পারভেজের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। হামলাকারীরা এ সময় ক্যামেরা ভাঙচুর ও সরঞ্জাম ছিনিয়ে নেয়। এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রæত গ্রেফতারের দাবিতে কুমিল্লার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের উপর হামলার ঘটনা বেড়েই চলছে। একের পর এক হামলার ঘটনা ঘটলেও বিচার হচ্ছে না। তারা অবিলম্বে চট্টগ্রামে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিহাদ ও ক্যামেরাপার্সনের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানান।
তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা ভালো লক্ষণ নয়। রাষ্ট্রের উচিত সাংবাদিকদের নিরাপত্তা বিধান করা ও সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করা। এ ধরনের দৃষ্টান্ত বারবার ঘটতে থাকলে মাঠ পর্যায়ে সাংবাদিকতা করা কঠিন হয়ে পরবে। গণমাধ্যম কর্মীরা মাঠে সাংবাদিকতা করতে না পারলে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হবে। চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তম‚লক শাস্তি দাবি করা হয়। 
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক সঞ্চালনা করেন কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুক তাপস। উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ব্যুরো রিপোর্টার মাসুদ আলম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, জনকণ্ঠের প্রতিনিধি মীর শাহ আলম, যমুনা টিভির ব্যুরো প্রধান খোকন চৌধুরী, সমকালের প্রতিনিধি কামাল উদ্দিন, প্রথম আলোর প্রতিনিধি আব্দুর রহমান, মাই টিভির প্রতিনিধি আবু মুছা, সময় টিভির বাহার রায়হান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাঈদ, খবরের কাগজের কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত, প্রতিদিনের বাংলাদেশের দিলিপ মজুমদার, বৈশাখী টিভির আনোয়ার হোসেন, দেশ টিভির সুমন কবির, ভোরের কাগজের এম ফিরোজ, এনটিভির মাহফুজ নান্টু, চ্যানাল নাইনের আহসান হাবিব পাখি, বাসসের প্রতিনিধি কামরুল হাসান, নয়া দিগন্তের অনলাইন প্রতিনিধি ফাহিম মুনতাছিম, ডেইলি সানের প্রতিনিধি হোসাইন বিল্লাল, জিটিভির প্রতিনিধি মহিউদ্দিন ভুঁইয়া, আমার দেশের এম হাসান, ঢাকা পোস্টের প্রতিনিধি আরিফ আজগর, আকাশ টিভির সম্পাদক মহিউদ্দিন আকাশ, এশিয়ান টিভির সৌরভ হাসান, বার্তা টুয়েন্টিয়োরের প্রতিনিধি রাফি খান, নেকবর হোসেন, মোতালেব হোসাইন, ইয়াসিন রুমেন, সাকিব হাসান, কামরুল হাসান, ফোরকান আহমেদ প্রমুখ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
হাফেজ কল্যাণ সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় হাফেজ সম্মেলন
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কায়কোবাদের ৫০০ বার কুরআন খতম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন
নোয়াখালী পদুয়া দায়রা শরীফের ওরছ আমাগী ১৪ থেকে ১৬ ডিসেম্বর
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২