শনিবার ৮ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২
ট্রেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানি, আটক ৫
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১:১০ এএম আপডেট: ০৭.১০.২০২৫ ২:০৪ এএম |


  ট্রেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানি, আটক ৫
নিজস্ব প্রতিবেদক।। সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী লাকসাম রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সোমবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন।
আটককৃতরা হলেন তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি আহাম্মেদ, মো. নাঈম উদ্দিন ও মো. ফাহিম হোসেন। অভিযোগে মোট নয়জনকে অভিযুক্ত করা হয়েছে। আটককৃতদের পাশাপাশি আরও কয়েকজনের নামও অভিযোগে উল্লেখ রয়েছে। ভুক্তভোগী নারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ স‚ত্রে জানা গেছে, গত রবিবার (৫ অক্টোবর) দুর্গাপ‚জার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার উদ্দেশ্যে শিক্ষার্থী ও তার স্বামী সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি মনতলা রেলস্টেশনে থামলে আটক ব্যক্তিদের সঙ্গে আরও কয়েকজন এসে তাদের উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কুরুচিপ‚র্ণ কথাবার্তা ও অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। এতে ভুক্তভোগী শিক্ষার্থী প্রতিবাদ জানালে তারা আরও বাজে ভাষায় গালাগালি ও উত্ত্যক্ত করতে থাকে।
একপর্যায়ে বিকেল ৫টার দিকে ট্রেনটি দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা স্টেশনে পৌঁছালে তানভীর হোসেন নাজিম অন্যান্যদের সহায়তায় ওই নারী শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। এতে ভুক্তভোগী ও তার স্বামী চিৎকার শুরু করলে আশপাশের যাত্রীরা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে স্থানীয় থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় পাঁচজনকে আটক করা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, ট্রেনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে রেল কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। শিক্ষার্থীরা দ্রæত বিচার ও দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগীর স্বামী আতিকুর রহমান শিপন বলেন, ট্রেনে ওঠার পর থেকেই কয়েকজন আমাদের সঙ্গে বাজে আচরণ করতে থাকে। বাঁধা দিলে তারা উল্টো হুমকি দেয় এবং আমার স্ত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে। পরে রেলওয়ে পুলিশ ও থানা পুলিশের সহায়তায় পাঁচজনকে আটক করা হয়।
এ বিষয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় পাঁচজনকে আটক করি। যেহেতু ঘটনাটি ট্রেনের ভেতর ঘটেছে, তাই লাকসাম রেলওয়ে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ট্রেনে এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত শুরু করেছি, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাপন পাল গ্রেপ্তার
দোষ আমার একটাই চাঁদাবাজি করি না
তারেক রহমান দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত
গাছে বেঁধে দুই যুবক নির্যাতনের দায়ে ২মাতব্বর কারাগারে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির আলোচনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমাকে একবার পরীক্ষা করে দেখুন; আমার দ্বারা কারও কোন ক্ষতি হবে না -মনিরুল হক চৌধুরী
নেতা-কর্মীদের শুভেচ্ছায় সিক্ত মনির চৌধুরী
হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা ও গণ-ইফতার
হোমনায় সেলিম ভূইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
আজজাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২