কুমিল্লায়
২০কেজি গাঁজাসহ নাজিম উদ্দিন (২২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে
র্যাব। ৩ অক্টোবর (শুক্রবার) রাতে জেলার কোতয়ালী থানার বাশমঙ্গল এলাকায়
অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। নাজিম কোতয়ালি থানার দুতিয়া
দীঘিরপাড় এলাকার আবুল হোসেনের পুত্র।
র্যাব সূত্রে জানা গিয়েছে,
র্যাব-১১ এর একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় একজন মাদক
কারবারীকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটকের পর র্যাব গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানতে পারে, নিজাম
দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ
করে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিকট
খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। র্যাবের ধারিবাহিক অভিযানের অংশ
হিসেবে এ অভিযান পরিচালনা করেছে এবং এ অভিযান অব্যাহত রাখবে।
কুমিল্লা
র্যাব এগারো এর উপ-পরিচালক সাদমান ইবনে আলম জানান, র্যাব এগারো
দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর ঘটনার অপরাধীদের গ্রেফতার,
তালিকাভূক্ত শীর্ষ আসামী গ্রেফতার, হত্যা, ধর্ষণ, আরসা সদস্য, জঙ্গিসহ
নানা অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার, অস্ত্র, গোলাবারুদ উদ্ধার,
মাদককারবারী গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করে ইতোমধ্যে দেশের মানুষের
সুমান অর্জন করেছে। এছাড়াও অপহরণকারী, ছিনতাইকারী, জেল পলাতক, প্রতারণা
মামলার আসামী, ডাকাতসহ নানা অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে জনগনের
আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
