রোববার ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২
বিএনপির ৩১দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন সাবেক সচিব ড.জাহাঙ্গীর
মোঃ হুমায়ুন কবির মানিকঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯:০৭ পিএম |

বিএনপির ৩১দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন সাবেক সচিব ড.জাহাঙ্গীর
বিএনপির ঘোষিত রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও কুমিল্লা-৯ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ড. একেএম জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে লাকসাম বাজারে স্থানীয় জনগণের মাঝে ৩১ দফা কর্মসূচিসংবলিত লিফলেট বিতরণ করেন তিনি। এসময় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে অংশগ্রহণ করেন।

বিএনপির ৩১দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন সাবেক সচিব ড.জাহাঙ্গীরলিফলেট বিতরণকালে ড. জাহাঙ্গীর আলম বলেন, আমার স্বপ্ন ও অঙ্গীকার- লাকসামকে সদর দপ্তর করে কুমিল্লা দক্ষিণ জেলা গঠন করা, নওয়াব ফয়েজুন্নেছা কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, লাকসাম ও লালমাইতে দুটি আধুনিক পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন, মনোহরগঞ্জে একটি নার্সিং কলেজ এবং নাঙ্গলকোটে একটি ভোকেশনাল কলেজ প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম জোরদার করা হবে এবং বেকারত্ব দূর করতে গ্রহণ করা হবে বহুমুখী কর্মসূচি। বিএনপি যদি আগামী নির্বাচনে জয়লাভ করে, তাহলে জনগণের কল্যাণে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
বিএনপির ৩১দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন সাবেক সচিব ড.জাহাঙ্গীর
গত কয়েক মাস ধরে ড. জাহাঙ্গীর আলম লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দিচ্ছেন। একইসঙ্গে তিনি আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

ড. জাহাঙ্গীর বলেন, আমার পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। আমার বড় ভাই এটিএম আলমগীর হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আমার ছোট ভাই কামাল হোসেন বুলু কয়েকবার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিএনপির ৩১দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন সাবেক সচিব ড.জাহাঙ্গীরতিনি বলেন, গত ১৫-১৬ বছর ধরে আমাদের পরিবার আওয়ামী লীগের চরম নির্যাতনের শিকার। এমনকি বিএনপিকে সমর্থনের কারণে আমাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং দেশে থাকতেও দেওয়া হয়নি।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, বিএনপি আমার ভালোবাসার দল। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি নির্বাচন করব। আর না দিলেও দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব।
দেশ ও জাতির বৃহৎ স্বার্থে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
হাফেজ কল্যাণ সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় হাফেজ সম্মেলন
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কায়কোবাদের ৫০০ বার কুরআন খতম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
নোয়াখালী পদুয়া দায়রা শরীফের ওরছ আমাগী ১৪ থেকে ১৬ ডিসেম্বর
কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২