কুমিল্লা
মহানগরের ২৬ নম্বর ওয়ার্ডে মানবিক কুমিল্লার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল
ক্যাম্পে পাঁচ হাজারের বেশি মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। শনিবার (১৩
সেপ্টেম্বর) বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ
কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পে সাধারণ চিকিৎসার পাশাপাশি রক্তের গ্রুপ
নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। রোগীদের
সুবিধার্থে স্থানীয় স্বেচ্ছাসেবকরা খাবার পানি ও শরবতের ব্যবস্থাও করেন।
ক্যাম্পের
উদ্বোধন করেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির
সভাপতি উদবাতুল বারী আবু। তিনি বলেন, “মানবিক কুমিল্লার উদ্যোগে ইতিমধ্যেই
নগরীর ২৭টি ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
এর ধারাবাহিকতায় আজ ২৬ নম্বর ওয়ার্ডে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। বিপুলসংখ্যক
মানুষ চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ নিতে এসেছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি
যেন তারা কাঙ্ক্ষিত সেবা পান।”
চিকিৎসাসেবা দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মিনহাজ তারেক, ডা. মোস্তাফিজ জিতু, ডা. নাজমা, ডা. জনি প্রমুখ।
এ
সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি ফয়সল উর রহমান পাভেল, সিনিয়র
সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোতাহের
হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম,
শ্রমিক দলের সভাপতি সায়েদ আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন,
যুব দলের সভাপতি মো. মাসুদ দেওয়ানসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়দের মতে, মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে।
