কুমিল্লার
লালমাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা কমিটি অনুমোদন দেওয়া
হয়েছে। এতে বাবু সুমন রায় চৌধুরী সভাপতি ও বাবু শম্ভু রায়কে সাধারণ
সম্পাদককরে ৫১ সদস্য বিশিষ্ট লালমাই উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।
শনিবার
(৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা দ: জেলা কমিটির
আহবায়ক বাবু মনিন্দ্র কিশোর মজুমদার ও সদস্য সচিব বাবু সুভাষ বণিক
স্বাক্ষরিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লালমাই উপজেলা কমিটি অনুমোদন
করেছেন।
নবগঠিত কমিটির সভাপতি বাবু সুমন রায় চৌধুরী সকলের সহযোগিতা
চেয়ে বলেন, উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা আমাদের উপর আস্থা রেখে যে
দ্বায়িত্ব অর্পণ করেছেন,চেষ্টা করব তাদের সেই আস্থার প্রতিদান দিতে।
