চৌদ্দগ্রাম
প্রতিনিধি: ঈদে মিলাদুন্নবী(স.) উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম মাধ্যমিক
পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা, হামদ, নাত, ক্বিরাত, কুইজ
প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে
বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা
জামায়াতে ইসলামীর আমির ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মু. মাহফুজুর
রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য
রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ভিপি জাহাঙ্গীর হোসেন, ধর্মীয় সকারি শিক্ষক
মাওলানা আবদুল বাতেন, মাওলানা আবদুস সামাদ। সহকারী শিক্ষক আবদুল হামিদের
সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ইউসুফ আলী,
মজিবুল হক, গোলাম সারওয়ার, গোলাম মোস্তফা, সুলতান আহমেদ, নাজমুল হাসান ও
খোরশেদ আলম(বাবুল) প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
করেন অতিথিবৃন্দ।
