চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা মফিজিয়া
হায়দরিয়া দাখিল মাদরাসায় আলিম ক্লাসের উদ্বোধন উপলক্ষে অভিভাবক ও সুধী
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার মাদরাসা মিলনায়তনে আলিম শিক্ষার্থীদের দোয়া ও
সবক পড়ান ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মুফতি ফারুক
আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ
আবদুল্লাহ মোহাম্মদ সালেহ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
সৈয়দ একরামুল হক হারুন। মাদরাসার সুপার মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে
মাদরাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন।
