কুমিল্লার
লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম শাখার
আয়োজনে এ জুলুছ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আল্লাহ ও রাসুল
(সা.) প্রেমিকরা হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে পিকআপ ও মিছিল সহকারে
উক্ত জুলুছে অংশগ্রহণ করেন। জুলুছটি পেয়ারাপুর জামে মসজিদ থেকে শুরু হয়ে
পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত গাজী সোহেদা ইয়েমিনি (রহ.)
মাজার শরীফ ও দৌলতগঞ্জ বাজার ঘুরে ধান বাজার এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনা
সভার মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঈদে মিলাদুন্নবী (সা.)
উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব মীর মোহাম্মদ আবুবকর সিদ্দিক। এছাড়াও
উপস্থিত ছিলেন মুফতি মাওলানা এ.এ. তাহের, মাওলানা এমদাদুল হক জিহাদী,
আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা রবিউল ইসলাম হেলালী, সাইফুল
ইসলাম আল-কারি, মাওলানা আনোয়ার হোসেন সিরাজী, মোঃ মহিউদ্দিনসহ অনেকে।
