সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
২৪ অগ্রহায়ণ ১৪৩২
মনোহরগঞ্জের সরসপুরে প্রবাসী ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৩ এএম |



বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুরে আনোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ইলিয়াস পাটোয়ারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান ভুঁইয়া দোলন।
সরসপুর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুবদল নেতা মোঃ সেলিম হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন, সাবেক সহ-সভাপতি কাজী আবুল বাশার কিরন, প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, সহকারী এর্টনি জেনারেল শাহাদাত হোসেন বাপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমতুল্লাহ জিকু, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন প্রমুখ।
আরও বক্তব্য রাখেন প্রবাসী ফোরামের যুগ্ম আহ্বায়ক মোঃ নুর হোসেন, সদস্য কামাল হোসেন ভূঁইয়া, ভার্চুয়ালি বক্তব্য রাখেন ফোরামের অন্যতম সদস্য ও সরসপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম পাটোয়ারী, সাবেক আহ্বায়ক আলী আকবর আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ সেকান্তর হোসেন ভূঁইয়া, সরসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইউনুছ, বিএনপি নেতা নুর মোহাম্মদ মধু, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইয়াছিন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক, যুবদল নেতা সাইফুল ইসলাম তুফান, সাদ্দাম হোসেনসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি জনগণের দল, এ দলের শক্তির মূল উৎস সাধারণ মানুষ। তাই জনগণকে সাথে নিয়ে যেকোনো ষড়যন্ত্র সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাবে বিএনপি।
তারা আরও বলেন, উন্নয়নের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান এবং প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় দলটি সবসময়ই আন্তরিক ও বদ্ধপরিকর। প্রবাসী দলীয় নেতাকর্মীদের এ ধরনের আয়োজন তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উদ্দীপনা বৃদ্ধি এবং দলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে বলে মন্তব্য করেন বক্তারা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৮-১৫ডিসেম্বরের মধ্যে যেকোন দিনতফসিল
তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টারনা সরালে ব্যবস্থা
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি
ডাস্টবিনের ময়লা রাস্তায়, ডেঙ্গু আতঙ্ক
বাংলাদেশে আর খুন-গুমের রাজনীতি চলবে না -শিবির সভাপতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কায়কোবাদের ৫০০ বার কুরআন খতম
ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লায় বেগম খালেদা জিয়াররোগ মুক্তিতে কোরআন খতম ও দোয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২