কবির হোসেন, তিতাসঃ ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী ২৪ এর জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি ও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এবং কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মো. সুলতান মিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিতাস উপজেলা প্রশাসন। ৫ আগস্ট কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষে সকাল দশটায় তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সুমাইয়া মমিনের নেতৃত্বে উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপজেলার শোলাকান্দি গ্রামে গিয়ে শহিদ সুলতান মিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহিদ সুলতান মিয়ার বড় ছেলে মো.শাবিকুল ইসলাম, জুলাইয়ের অভ্যুত্থানে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং সকল আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ,প্রাণী সম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন,প্রকৌশলী শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ, ত্রাণ ও পুনঃবাসন কর্মকর্তা সাইদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ ২৪ এর ৫ আগস্ট দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ছাত্র জনতার সাথে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে ফ্যাসিস্ট হাসানার দোসরদের গুলিতে শহিদ হয়েছেন তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা সিএনজি চালিত অটোরিকশা চালক মো.সুলতান মিয়া(৩৮)।
