মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে মুরাদনগরে প্রশাসনের শ্রদ্ধা
মো. সাজ্জাদ হোসেন, মুরাদনগর
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১:৪৫ এএম |


২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহত কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদদের কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 
মঙ্গলবার তাঁরা প্রথমে ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রমের শহীদ আল মামুন আমানতের কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের শহীদ আউয়াল মিয়া, টনকি ইউনিয়নের চৈনপুর গ্রামের ইমন মিয়া, বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর গ্রামের নাজমুল কাজী এবং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর গ্রামের মো. পারভেজের কবরস্থানে যান।
শ্রদ্ধা নিবেদনের পর ইউএনও মোঃ আবদুর রহমান শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের যে কোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, "শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাঁদের পরিবার আমাদের কাছে অত্যন্ত সম্মানের পাত্র। তাঁদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।"
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব হাসান খাঁন, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আক্তার নুপুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউল্লাহ প্রমুখ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
ডাস্টবিনের ময়লা রাস্তায়, ডেঙ্গু আতঙ্ক
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২