বাংলাদেশ পল্লী
উন্নয়ন একাডেমি (বার্ড)-এ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ যথাযথ মর্যাদায়
উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বার্ড-এর সর্বস্তরের
কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীগণের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলনে নিহত শহিদ মাসুম মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পই করেন বার্ডের
মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদ। পুষ্পস্তবক অর্পইের পর কবর
জিয়ারত এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীদের
জন্য ‘জুলাই গণঅভ্যুত্থান’ সংক্রান্ত ভিডিওসমূহ প্রদর্শনীর ব্যবস্থা করা
হয়। এছাড়া বার্ড জামে মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারীগণ ও
আহতদের জন্য মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
