নিজস্ব
প্রতিবেদক: বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চল ও কুমিল্লা জেলা রোভারের
ব্যবস্থাপনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে ৩৩৯তম কাব স্কাউট
ইউনিট লিডার বেসিক কোর্সের কাব অভিযান, আলেচনা সভা ও পুরস্কার বিতরণ করা
হয়। কাব অভিযান শেষে কোর্স লিডার মো. মিজানুর রহমান এলটির পরিচালনায়
গুপ্তধন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও
কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
এ সময়
উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি প্রশিক্ষক অধ্যাপক
মো. আবু তাহের, বাংলাদেশ স্কাউট কুমিল্লা ডিআরসি আবু নোম মো. সাইফুল ইসলাম,
বাংলাদেশ স্কাউটসের সহকারি লিডার ট্রেইনার তাসলিমা আক্তার, কোর্সের
সেক্রেটারি ও সহকারি লিডার ট্রেইনার মোহাম্মদ আমির হোসেন, প্রশিক্ষকও
সহকারি লিডার ট্রেইনার জান্নাতুল ফেরদাউস, প্রশিক্ষক ওমর সালেহ তাসরিফ।
পুরস্কার
বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, কাব অভিযান হল স্কাউটদের
আনন্দের সাথে শিক্ষামূলক ভ্রমণ। মুক্তাংগনে প্রকৃতি পর্যবেক্ষণসহ
শিক্ষামূলক, উদ্দেশ্যমূলক আনন্দঘন এবং উদ্দীপনাপূর্ণ পরিভ্রমণই হচ্ছে কাব
অভিযান।
কাব অভিযান কাব স্কাউটদের কাছে গ্রহণযোগ্য ও উপভোগ্য একটি
প্রোগ্রাম। কাব স্কাউট ইউনিটে কেবলমাত্র সপ্তাহে একদিন এক থেকে দেড় ঘন্টা
করে প্যাক মিটিং হয়। প্যাক মিটিং করতে করতে কাব স্কাউটদের মাঝে একঘেয়ামীর
হয়ে কাবিংয়ের প্রতি তাদের আকর্ষণ কিছুটা কমে যাওয়ার সম্ভবনা দেখা দিলে এ
আয়োজন করা হয়। কাব স্কাউট লিভারগন মাঝে মাঝে প্যাক মিটিংয়ের পরিবর্তে
ব্যতিক্রমধর্মী কর্মসূচি হিসেবে কাব অভিযান আয়োজন করে থাকে।কোর্সে কুমিল্লা
জেলার বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজ থেকে ৪০জন রোভার ও গার্ল ইন রোভার
অংশগ্রহন করেন।
