মোঃ সাজ্জাদ হোসেন, মুরাদনগর ।।
কুমিল্লার
মুরাদনগর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। গত শনিবার বিকেলে গ্যাস
সিলিন্ডার বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে প্রায় ৫০ লাখ টাকার
বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। ৮ নং চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত
ইব্রাহিম সরকারের ছেলে সেলিম সরকারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়
ইউপি সদস্য বাহারুল এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আকস্মিক
সিলিন্ডার বিস্ফোরণে সেলিম সরকারের বসতঘরের সবকিছু নিমেষেই ছাই হয়ে যায়।
পুড়ে যাওয়া সম্পদের মধ্যে রয়েছে ১০ লাখ টাকা নগদ অর্থ, ১২ ভরি স্বর্ণালংকার
এবং মূল্যবান আসবাবপত্র। চোখের সামনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন
ক্ষতিগ্রস্ত পরিবার।
মুরাদনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স
স্টেশনের কর্মকর্তা আমজাদ হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যাস
সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে
ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। তবে, সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো
হতাহতের খবর পাওয়া যায়নি। আমজাদ হোসেন আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা
ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় সাহসী জনতা নিজেদের প্রচেষ্টায় আগুন
নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, যা একটি বড় বিপদ এড়াতে সাহায্য করেছে।
এই
ঘটনায় সেলিম সরকারের পরিবার এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে। এমন মর্মান্তিক
দুর্ঘটনায় তাদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। স্থানীয় প্রশাসন এবং
বিত্তবানদের সাহায্য পেলে এই পরিবারটি হয়তো দ্রুতই ঘুরে দাঁড়াতে পারবে।
