কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হলো ঞঊউ অনুমোদিত আন্তর্জাতিক ইভেন্ট ঞঊউীঈড়সরষষধ টহরাবৎংরঃু। ১৯ জুলাই শনিবার কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে এ ইভেন্ট অনুষ্ঠিত হয়। সমাজ, বিজ্ঞান, প্রযুক্তি, সাংবাদিকতা, সংগীত, উদ্যোক্তা বিভিন্ন খাতের ১১ জন স্পিকার এই আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্মে তাঁদের জীবন অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও অনুপ্রেরণার গল্প শেয়ার করেন। এবারের প্রতিপাদ্য 'ঞযব ঘবীঃ ডধাব'। যার অর্থ হচ্ছে পরবর্তী সম্ভাবনার তরঙ্গ নিয়ে ভাবনার দিকনির্দেশনা।
ঞঊউীঈড়ট: অনুপ্রেরণার গল্প শুনলেন শিক্ষার্থীরাঅনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী, সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদোয়ান রনি, লেখক ও সেনা সদস্য ডেল এইচ খান, গায়ক আসিফ আকবর, উদ্যোক্তা এ কে এম লুৎফুর রহমান, ফকির গ্রুপের সিএইচআরও সুমন কান্তি সিংহ, গবেষক মোহাম্মদ জাকির হোসেন, পিসি বিল্ডার্সের চীফ এডিটর অনন্য জামান, এআই ইন্জিনিয়ার নাঈম হাসান।
আয়োজকরা জানান, ঞঊউী হলো ঞঊউ অনুমোদিত একটি প্ল্যাটফর্ম যার মূলমন্ত্র হচ্ছে "ওফবধং পযধহমব বাবৎুঃযরহম" । আর ঞঊউ হলো আমেরিকা ভিত্তিক একটি অলাভজনক মিডিয়া অর্গানাইজেশন যেটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইভেন্ট বা কনফারেন্সের আয়োজন করে বিশ্বের বিখ্যাত এবং ভিন্নধর্মী কাজে যুক্ত এমন ব্যক্তিদের সেখানে আমন্ত্রণ জানায়। এ সকল ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা, উদ্ভাবনী ধারণা ও কৌশল এবং সমাজের বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়ে ১৮ মিনিট করে এখানে কথা বলেন।
ইভেন্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও সিসিএন বিশ্ববিদ্যালয়, বাইউস্টসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন।
২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ঞঊউীঈড়ট এর প্রথম ইভেন্টটি আয়োজিত হয়েছিল। ঐ বছরের ১৭ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঞঊউ থেকে ঞঊউী এর ইভেন্ট আয়োজনের জন্য অনুমোদন পায়।