লাকসাম
উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার
সকালে ১১ টায় লাকসামের দক্ষিণ মোদাফফরগঞ্জ জালাল স্মরণীয় উচ্চ বিদ্যালয়
মাঠে এই দ্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির
বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী
দল বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। সম্মেলনের
উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম
উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল কালাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য
রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মহানগর বিএনপির
প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি আমিরুজ্জামান আমির। দ্বি-বাষিক সম্মেলনে
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য
মো. মোজাহিদ চৌধুরী। আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম
আহবায়ক রইচ আব্দুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য তরিকুল আহমেদ
ভূঁইয়া সুজন, যুবদল নেতা শাহ আলম প্রমুখ।