চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে অম্লান রাখতে ‘এক শহীদ, এক
বৃক্ষ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি
পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
শনিবার উপজেলা প্রশাসন ও
সামাজিক বন বিভাগের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী
কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা
আবদুল্লাহ আল মামুন সাগর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল
উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, প্রাথমিক
শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার শফিকুর
রহমান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম সেন, উপজেলা বন বিভাগ
কর্মকর্তা মোঃ শাহীন আলম, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মেহেদী হাসান
সুজন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, শহীদ জামশেদুর রহমানের
চাচা আইয়ুব হোসেন মিয়াজী, শহীদ শাখাওয়াত হোসেন শাহাদাতের মামা আবদুর রহিম
মজুমদার শামীমসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।