জুলাই-আগস্ট মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ হওয়া দেশপ্রেমিকদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জিয়াউর রহমান মজুমদার, সদস্য সচিব হাফেজ মো. ইকবাল হোসেন নোমান, মহানগর ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল শাহজাহান ভূইয়া এবং দক্ষিণ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান খোকনসহ মহানগর ও দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।