রোববার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া উচ্চশিক্ষার মানোন্নয়ন হবে না
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১:০৫ এএম |


বিশিষ্ট শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন নাহলে উচ্চশিক্ষার মান উন্নয়ন হবে না। শিক্ষাকে আনন্দদায়ক করে তুলতে হবে। কিন্তু আমাদের দেশে তা সম্ভব হচ্ছে না। কারণ আমাদের দেশে যোগ্য শিক্ষক নেই। বর্তমান শিক্ষাব্যবস্থা সত্যবিরোধী, যা শিক্ষার্থীদের চিন্তা করতে শিখাচ্ছে না। বর্তমান যে মুনাফাভিত্তিক শিক্ষা গড়ে উঠেছে, এটা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।
শুক্রবার (১৮ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত 'নতুন বাংলাদেশ বিনির্মাণ: কোন পথে' শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. সলিমুল্লাহ খান আরও বলেন, ব্রিটিশ শাসনের ১০০ বছর পার হয়ে গেলেও আমাদের দেশের শিক্ষার হার ৮০ শতাংশের বেশি হয়নি। এর দায় আমাদেরই নিতে হবে৷ দেশের জিডিপির দুই ভাগও শিক্ষা খাতের পেছনে খরচ হয় না। কিন্তু অন্যান্য খাতে কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো জরুরি। শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়া কখনোই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।
তিনি আরও বলেন, সংসদকে দ্বি-কক্ষ বিশিষ্ট করার জন্য আমাদের ছেলেরা জীবন দেয় নাই৷ দেশের সার্বিক পরিস্থিতি সংস্কারের জন্য এই দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সালেহ্ হাসান নকীব বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে পথ আমরা এরই মধ্যে হারিয়েছি, এর প্রধান কারণ সুশিক্ষার অভাব। আমরা কি জানি, কি বুঝি, এসব জানার জন্য শিক্ষা অপরিহার্য। আমরা ইতিহাস ও সমাজকে বিশ্লেষণ করতে পারি না। গত ১৫ বছর যেমন স্বৈরশাসনের অধীনে ছিলাম এটা যেমন সত্য ঠিক একইভাবে গত ৫৩ বছরে সুশাসন নিশ্চিত করতে পারিনি এটাও সত্য। সুষ্ঠু রাজনীতি করতে হলে আমাদের গোষ্ঠীগত চিন্তা থেকে বের হতে হবে।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের তিন যুগপূর্তি উপলক্ষ্যে ফোরাম চত্বরে সকাল ৯টায় জাতীয় ও ফোরাম পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এছাড়াও আলোকচিত্র প্রদর্শনী (স্মৃতির তীর্থস্থান), রক্তদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অনুপ্রেরণার গল্প শুনলেন শিক্ষার্থীরা
নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই
গোল্ডেন এপ্লাস প্রাপ্ত দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়
ব্রাহ্মণপাড়ায় গাছের সাথে গাঁজা পাচার!
লাকসাম উপজেলার ১০ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় যাত্রীবাহী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ৮ চাকা লাইনচ্যুত
ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে কুমিল্লা থেকে যাবেন লক্ষাধিক নেতাকর্মী
কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
সরকারই উস্কানি দিয়ে তাদেরকে গোপালগঞ্জ পাঠিয়েছে
TEDxCoU: অনুপ্রেরণার গল্প শুনলেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২