বাংলাদেশ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন,
উচ্চকক্ষ গঠনে আনুপাতিক পদ্ধতি চায় তার দল। তবে তা হতে হবে প্রাপ্ত ভোটের
ভিত্তিতে।
সোমবার (১৪) জুলাই বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৩তম দিনের
আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ডা. সৈয়দ
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘দুই-তৃতীয়াংশ দল উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে
একমত হয়। জামায়াতও একপক্ষে। আর সেখানে ৬৪ জেলা ও ১২টি সিটি করপোরেশন থেকে
একজন করে উচ্চ কক্ষে আনার বিষয়ে কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনারই সুযোগ
নেই।’ অর্ধেক আলাচনার পর নতুন প্রস্তাব আনাকে বিভ্রান্তিকর বলেও তিনি
আখ্যায়িত করেন।
অপরদিকে নারী আসন ১০০-তে উন্নীত করার বিষয়েও জামায়াত
একমত বলে জানান ডা. তাহের। তবে তাও হতে হবে ভোটের পদ্ধতি অনুযায়ী। পিআর
পদ্ধতিতে এটি বাস্তবায়ন করা সম্ভব বলে তিনি মনে করেন।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।